জলাবদ্ধতা নিরসনে নতুনভাবে পরিকল্পনা করা হচ্ছে: তাপস

ঢাকা দক্ষিণের জলাবদ্ধতা নিরসনে নতুনভাবে পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার(২৩ জুন) সকালে রাজধানীর মালিবাগে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মেয়র বলেন, অতিবৃষ্টির জন্য নগরীর ড্রেনেজ ব্যবস্থা ভালো নেই। খালগুলো পরিষ্কার করা হলে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে কিছুটা রক্ষা পাবেন নগরবাসী। খালে ময়লা আর্বজনা না ফেলার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান মেয়র। একইসাথে খালে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা বেস্টনী দেয়ারও আশ্বাস দেন তিনি।

মেয়র জানান, গতবারের মতো এবছরও স্বাস্থবিধি মেনেই রাজধানীতে কোরবানীর পশুর হাটের ব্যবস্থা করা হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর