করোনায় খুলনা বিভাগে একদিনে রেকর্ড ৩২ জনের মৃত্যু

করোনাভাইরাসের নতুন হটস্পট খুলনা বিভাগ। এ বিভাগে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সর্বোচ্চ ৩২ জন মারা গেছেন। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯০৩ জন।

বুধবার (২৩ জুন) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার রাশেদা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘণ্টায় মৃত ৩২ জনের মধ্যে সর্বোচ্চ ৮ জন খুলনা জেলার। এছাড়াও ঝিনাইদহে সাতজন, চুয়াডাঙ্গায় পাঁচজন, কুষ্টিয়ায় চারজন, বাগেরহাটে তিনজন, মেহেরপুরে দুইজন সাতক্ষীরায় একজন, যশোরে একজন এবং নড়াইলে একজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ৩০৫ জনের। জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫৬৯ জনের এবং মোট মারা গেছেন ২২৮ জন। মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ২২৭ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর