দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন ১ হাজার ১৯ কোটি

সূচকের মিশ্র প্রবণতার মধ্যদিয়ে দেশের ২ পুঁজিবাজারে চলছে লেনদেন। সপ্তাহের ৪র্থ কার্যদিবস বুধবার লেনদেন শুরুর ২ ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ১৯ কোটি টাকা। এই সময়ে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১০৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩০৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ২০৮ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়ায় এক হাজার ১৯ কোটি ৫০ লাখ ১১ হাজার টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৭২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২০২টির। কমেছে ১৪৬টির। অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের দর।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। ৪র্থ কার্যদিবসে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৬৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩২টির। কমছে ১১৪টির। আর দর অপরিবর্তিত আছে ২৩টি কোম্পানির শেয়ারের দর।

আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩২ কোটি ৯৬ লাখ ৪৩ হাজার ৮৮ টাকা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর