এনআইডিকে নিজেদের হাতে নিতে প্রক্রিয়া শুরু করেছে সরকার

সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের পর জাতীয় পরিচয়পত্র সেবা স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। যদিও নির্বাচন কমিশন বলছে, হস্তান্তর কিংবা পরবর্তী করণীয় বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সব কিছু চূড়ান্ত হবে আগামী কমিশন বৈঠকে।

সরকার নাকি নির্বাচন কমিশন, কার হাতে থাকবে জাতীয় পরিচয়পত্র সেবা সে প্রশ্নের সমাধান হলো মন্ত্রিপরিষদের চিঠির পর। শুধু চিঠি দিয়ে নয়, এনআইডিকে নিজেদের হাতে নিতে এরই মধ্যে সব প্রক্রিয়া শুরু করেছে সরকার। সরকারের সুরক্ষা সেবা বিভাগে নিতে এরই মধ্যে আন্ত:মন্ত্রণালয় বৈঠকও করেছে সুরক্ষা সেবা বিভাগ আন্ত:মন্ত্রণালয় বৈঠক করেছে।

শুরু হয়েছে সরকারের রুলস অব বিজনেসে যুক্ত হওয়ার কাজ। এটার জন্য করত হয় সুরক্ষা সেবা বিভাগ সেটি এরই মধ্যে শেষ করে।

এর পরেই প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে পাঠানো হবে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমোদন নিয়ে এরপর প্রশাসন উন্নয়ন সম্পর্কিত সচিব কমিটিতে পাঠানো হবে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পরই বাকী প্রক্রিয়াগুলো শেষ করবে সুরক্ষা সেবা বিভাগ।

তবে পরিপূর্নভাবে শেষ হতে আরো কিছুটা সময় লাগবে। এইকই সরকারের অধীনে কাজ করি। আবার একই এটা বড় কিছু। সরকারের সিদ্ধান্ত নিয়েছে এরপর অন্য কোন সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এটিই চুড়ান্ত সিদ্ধান্ত।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর