বুয়েটের ভর্তি পরীক্ষা স্থগিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে মঙ্গলবার (২২ জুন) ভর্তি পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

ভার্চুয়ালি অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার।

এ বিষয়ে বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান জানান, করোনা পরিস্থিতির অবনতির কারণে ইতোমধ্যে দেশের কয়েকটি জেলায় কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা নেওয়া হলে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা অংশ নিতে পারবে না।

তিনি বলেন, এসব দিক বিবেচনা করেই একাডেমিক কাউন্সিল ভর্তি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি সাপেক্ষে পরবর্তীতে নতুন করে তারিখ নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, আগামী ৩০ জুন ও ১ জুলাই প্রাথমিক বাছাই ও ১০ জুলাই এ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর