একদিনে ৮৬ লাখের বেশি মানুষকে টিকা দিয়ে রেকর্ড

বিশ্বে প্রথম দেশ হিসেবে ৮৬ লাখের বেশি মানুষকে একদিনে করোনা টিকা দিয়েছে ভারত। সেখানে ১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে বিনামূল্যে টিকা দেয়া শুরু হয় গতকাল সোমবার। গণহারে টিকাদান কর্মসূচির একদিনেই দেশটিতে রেকর্ড ৮৬ লাখ ১৬ হাজার ৩৭৩ জনকে টিকা দেয়া হয়েছে। বিশ্বে প্রথম একদিনে এতো মানুষকে টিকা দিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টিকা নেয়া সবাইকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

৯১ দিন পর দেশটিতে করোনা শনাক্ত ৫০ হাজারের নিচে নেমেছে। সোমবার ভারতে ৪২ হাজার ৬৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে, কলম্বিয়ায় করোনার তৃতীয় ঢেউ আঘাত করেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালগুলোতে এরইমধ্যে আবারও অক্সিজেন ও শয্যা সংকট দেখা দিয়েছে।

ইউরোপের দেশ ফ্রান্সে সংক্রমণ কমায় এরইমধ্যে প্যারিসে গণজমায়েতে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মাস্ক ছাড়াই অংশ নিচ্ছে বাসিন্দারা। সোমবার খোদ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনও মাস্ক ছাড়াই একটি অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া তুরস্কেও সংক্রমণ কমায় জুলাই মাস থেকে লকডাউন পুরোপুরি তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর