আমেরিকাকে ঘাঁটি করতে দিবে না পাকিস্তান: ইমরান খান

আফগানিস্তানে সামরিক অভিযান চালানোর জন্য মার্কিন বাহিনীদের আর নিজের মাটি ব্যবহার করতে দিবে না পাকিস্তান।

জানা যায়, দৈনিক ওয়াশিংটন পোস্টে লেখা এক খোলা কলামে ইমরান খান এ কথা বলেছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পাকিস্তানের ভেতরে আমেরিকাকে সামরিক ঘাঁটি করতে দিয়ে পাকিস্তান সরকার আর ভুল করবে না।

তিনি বলেন, আফগানিস্তানে যুদ্ধের কারণে পাকিস্তানকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েই পাকিস্তান এমন সিদ্ধান্ত নিয়েছে।

ইমরান খান বলেন, দ্বন্দ্ব-সংঘাত এড়িয়ে চলতে পাকিস্তান থেকে মার্কিন ঘাঁটি প্রত্যার করে নিতে হবে। এদিকে আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠায় আমেরিকার সঙ্গী হতে রাজি পাকিস্তান।

এসময় ইমরান খান স্বীকার করে বলেন, আফগান যুদ্ধে আমেরিকার পক্ষ নিয়ে ভুল করেছে পাকিস্তান। তবে পূর্ব অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছে বলে জানান ইমরান খান। তিনি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় আফগান জাতিকে বাইরের কেউ কখনো নিয়ন্ত্রণ করতে পারে নি।

আফগানিস্তান থেকে যখন আমেরিকা ও তার ন্যাটো মিত্ররা সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে তখন ইমরান খান ওয়াশিংটন পোস্টে এই কলাম লিখলেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর