চট্টগ্রামে রাত ৮টার পর হতে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ

বন্দর নগরী চট্টগ্রামে রাত আটটার পর হতে ওষুধের দোকান ব্যতীত সকল দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত নির্দেশনার কথা জানান চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান।

করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় জেলা প্রশাসক বলেন, জনগণের স্বার্থ সুবিধার কথা বিবেচনা করে লকডাউন শিথিল করা হয়েছিল। সেই সাথে নির্দিষ্ট স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশনাও দেওয়া হয়েছিল।

কিন্তু নগরবাসী তা মানছেনা। স্বাস্থ্য বিধি না মেনেই সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। যার দরুন করোনা সংক্রমণের আশঙ্কা বেড়ে চলেছে। আর এজন্যই মানুষের মাঝে সচেতনা সৃষ্টির লক্ষ্যে আগামীকাল বুধবার (২৩ জুন) থেকে সকল প্রকার দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার পর থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ওষুধের দোকান এ নির্দেশনার আওতা মুক্ত থাকবে।

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর