ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

বাংলাদেশের রাজধানী ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) রেল বিভাগের মহাপরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ দিন রাত ১২টা থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ করা হয়েছে।

এর আগে মহামারি করোনার প্রভাব বেঁড়ে যাওয়ার কারণে ঢাকার পাশের সাত জেলায় লকডাউন ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার সকাল ৬টা থেকে আগামী ৩০ জুন (বুধবার) রাত ১২টা পর্যন্ত এ লকডাউন অব্যাহত থাকবে। এ সময় লকডাউন ঘোষিত সাত জেলায় ট্রেন থামবে না বলে জানানো হয়েছিলো।

এর ফলে কোনো যাত্রী ওঠতে বা নামতে পারবে না বলে রেল কতৃপক্ষ থেকে জানানো হয়। একদিন পরেই সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধের ঘোষণা এলো।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর