নোবিপ্রবিতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ৩০ জুন পর্যন্ত লকডাউন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তে বিগত কয়েকদিনে শিক্ষকসহ মোট ১৫ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ৩০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভিতরে লকডাউন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ বিষয়ে জানা যায়।

স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তিনি বলেন, করোনার উদ্ভূত পরিস্থিতিতে সঙ্গনিরোধকল্পে আগামী ৩০ জুন পর্যন্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ণ লকডাউন থাকবে। লকডাউন চলাকালে অফিসের অতীব জরুরি কার্যক্রম পরিচালনার বিষয়ে ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, সংশ্লিষ্ট দফতর প্রধানরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ঢাকা পোস্টকে বলেন, আমাদের শিক্ষকসহ ১৫ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। তাই আগামী ৩০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় লকডাউন ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মফিজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা শাখা) মো. জসিম উদ্দিনসহ নোবিপ্রবির ১৫ জন কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।

প্রসঙ্গত, সরাসরি একাডেমিক কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সীমিতকারে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সম্প্রতি নোয়াখালীতে ব্যাপকহারে করোনা সংক্রামণ বৃদ্ধি পাওয়ায় নোয়াখালী জেলা প্রশাসন জেলার সদর উপজেলায় লকডাউন ঘোষনা করে।

ফাহাদ হোসেন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর