নন্দীগ্রামে বিট পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫ নং ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল বিট(৮) পুলিশ অফিসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুন) দুপুর ১ টার দিকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৫ নং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও বিজরুল বিট পুলিশের দায়িত্ব প্রাপ্ত অফিসার এসআই চান মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নন্দীগ্রাম সার্কেল পুলিশ সুপার রাজিউর রহমান বলেন, নন্দীগ্রাম থানায় মাদক, সন্ত্রাস নারী নির্যাতন, অপহরণ,বাল্যবিবাহ চিরতরে মুছে ফেলতে বিট অফিসের কার্যক্রম জোরালো করা হয়েছে।সবাই বিট অফিসে এসে পুলিশের কাছে সমস্যার কথা খুলে বলুন, প্রয়োজনীয় তথ্য দিন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন। তাহলেই আমরা নন্দীগ্রাম থানাকে মাদক, সন্ত্রাস,নারী নির্যাতন, বাল্যবিবাহ রোধ করতে পারব। পুলিশের কাছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন ন্যায়ের পক্ষে থাকুন।যে কোন অন্যায় হলে সরাসরি ওসি অথবা আমাকে ফোন দিয়ে জানাতে পারেন।

মত বিনিময় সভায় নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,বিট পুলিশ অফিসে আপনাদের জন্য পুলিশ রাখা হয়েছে। যেকোনো সমস্যায় তাদেরকে পাশে পাবেন সাথে অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে তথ্য দিয়ে সমাজকে সুন্দর ও মাদক,সন্ত্রাস,নারী নির্যাতন, বাল্যবিবাহ মুক্ত রাখতে পারেন। সরাসরি বিট অফিস অথবা নন্দীগ্রাম থানা পুলিশের কাছে আসুন পুলিশ যে কোনো অন্যায় দমন করতে প্রস্তুত।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,বিজরুল বিট পুলিশের এসআই আমিনুল ইসলাম, কমিউনিটি পুলিশিং ফোরামের ভাটগ্রাম শাখার সভাপতি আনিসুর রহমান,বিজরুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত কুমার,বিজরুল মেধাবিকাশ কেজি একাডেমীর অধ্যক্ষ মামুনুর রশিদ, দামরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি বেনজির আহমেদ, কমিউনিটি পুলিশের ৪ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক জাহিদ হাসান রঞ্জুসহ স্কুলের ছাত্র ছাত্রী ও সাধারণ জনগণ।

নাজমুল হাসান /বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর