হঠাৎ করেই সাভারে বাড়ছে করোনা রোগী

হঠাৎ করেই সাভারে বেড়ে গেছে করোনা পজিটিভ রোগী। মঙ্গলবার (২২ জুন) সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেন।

এব্যাপারে তিনি জানান, সাভার উপজেলায় আশঙ্কাজনক ভাবে করোনা পজিটিভ রোগীর সংখ্যা বেড়ে গেছে। সর্বশেষ গত ২০ তারিখের নমুনা রিপোর্ট অনুযায়ী ৪২ জনের মধ্যে নতুন করে ৬ জন আক্রান্ত হয়েছেন। সাভারবাসী যদি এখনও সচেতন না হন কিংবা স্বাস্থ্য বিধি সঠিকভাবে মেনে না চলেন, তবে সাভারের অবস্থা ভয়াবহ রুপ নেবে।

ডা. হুদা আরও জানান, সাভারের সকল প্রবেশ পথ ও সাভার থেকে অন্য জেলা ও উপজেলায় বের হয়ে যাওয়ার সকল পথ বন্ধ করা জরুরী বলে আমি মনে করি।

উল্লেখ্য, করোনা শুরুর পর থেকে সাভারে এপর্যন্ত মোট ১৬ হাজার ৬৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে মোট ২ হাজার ৪৪৩ জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন এবং মোট ৪৪ জন মারা গেছেন।

আল মামুন খান/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর