বাংলাদেশকে আরও টিকা দেবে বাইডেন প্রশাসন

অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে আরও করোনা ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশসহ এশিয়ার ১৮টি দেশকে কোভ্যাক্সের মাধ্যমে ১ কোটি ৬০ লাখ ডোজ টিকা দেবে জো বাইডেন প্রশাসন।

এছাড়া স্বল্প আয়ের দেশগুলোতে সরাসরি পাঠাবে আরও ১ কোটি ৪০ লাখ ডোজ টিকা। সোমবার এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে মডার্না, ফাইজার এবং জনসন অ্যান্ড জনসনের টিকা পাবে দেশগুলো।

তবে মার্কিন ওষুধ প্রশাসন এফডিএ’র অনুমোদন না দেয়ায় অ্যাস্ট্রাজেনেকার টিকা বিতরণ করা হবে কিনা সেবিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। কোন দেশকে কবে নাগাদ কত ডোজ ভ্যাকসিন দেয়া হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি বিবৃতিতে।

আগে স্বল্প আয়ের দেশগুলোতে ৮ কোটি ডোজ বিতরণের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর