লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনে আ.লীগের প্রার্থী নির্বাচিত

লক্ষ্মীপুর-২ আসনে (রায়পুর ও সদরের একাংশ) আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ১ লাখ ২০ হাজার ৬৮৯ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন ।

এতে তিনি পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শেখ মো. ফায়িজ উল্যা শিপন পেয়েছেন ১ হাজার ৮৬৮ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জোনের আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ দুলাল তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। ১৯ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে ভোটার সংখ্যা চার লাখ দুই ৯২৩ জন।

আইনশৃঙ্খলা রক্ষায় আসনটিতে পুলিশের ২০টি মোবাইল ও ১০টি স্ট্রাইকিং ফোর্স, র‌্যাব ১০টি টিম ও বিজিবির ১০ প্লাটুন সদস্য বিভিন্ন কেন্দ্রে মোতায়েন ছিল।

এ ছাড়া ২২ জন নির্বাহী ও দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও নিয়োগ দেওয়া হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এ আসনে ভোট গ্রহণ করা হয়।

এদিকে অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে বিভিন্ন মহল।

শাকের মোহাম্মদ রাসেল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর