মশা মারার ওষুধ বিক্রির অভিযোগে ডিএসসিসির চার কর্মী বরখাস্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মশা নিধনের জন্য বরাদ্দকৃত ওষুধ না ছিটিয়ে তা দোকানে বিক্রি করে দেওয়ার অভিযোগে ৪ কর্মীকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

সোমবার (২১ জুন) সন্ধ্যায় ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

বরাখাস্তকৃত কর্মীরা হলেন- দক্ষিণ সিটির ৫০ নম্বর ওয়ার্ডের দৈনিক মজুরিভিত্তিক মশকনিধনকর্মী উজ্জল সিদ্দিকী, সুজন মিয়া, হাফিজুল ইসলাম ও জুয়েল মিয়া।

পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দপ্তর আদেশে আজ তাঁদের কর্মচ্যুত করা হয়েছে।

জানা যায়, ওষুধ চুরি করে বিক্রির ঘটনায় ডিএসসিসির মশক সুপারভাইজার মনিরুল ইসলাম বাদী হয়ে ওষুধ ক্রয় করা দোকান মালিক আব্দুল মজিদ সিকদারের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মামলা দায়ের করেছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর