লকডাউ‌নে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে বন্ধ থাক‌বে লঞ্চ চলাচল

করোনা সংক্রমণ রো‌ধ লকডাউ‌নে দে‌শের দ‌ক্ষিণ প‌শ্চিমঞ্চ‌লের ২১ জেলার প্র‌বেশদ্বার হিসা‌বে পরিচিত দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে বন্ধ থাক‌বে লঞ্চ চলাচল। ‌সোমবার (২১ জুন) সন্ধ্যা সা‌ড়ে ৭ টার দি‌কে বিআইড‌ব্লিউ‌টিএ দৌলতদিয়া ঘা‌ট ট্রা‌ফিক ই‌ন্সে‌পেক্টর আফতাব হো‌সেন এ তথ্য জানান।

এ দিকে ল‌ঞ্চ চলাচল বন্ধ থাক‌লেও এরু‌টে সচল থাক‌বে ফে‌রি চালাচল। ফ‌লে ল‌ঞ্চে পারাপার হওয়া যাত্রী‌রা ফে‌রি‌তে পারাপার হ‌বে।

জানা‌গে‌ছে, ক‌রোনা সংক্রম‌ণের হার বে‌ড়ে যাওয়ায় আগামীকাল ২২ জুন থে‌কে ৩০ জুন পর্যন্ত রাজবাড়ী, মা‌নিকগঞ্জ, নারায়নগঞ্জ, মু‌ন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ লকডাউন ঘোষনা ক‌রে‌ছে সরকার। ফ‌লে এসব জেলা সমু‌হে জনসাধারণ চলাচলসহ বি‌ভিন্ন বি‌ধি‌নি‌ষেধ আরোপ করা হ‌য়ে‌ছে। সেই ধারাবা‌হিকতায় দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে লঞ্চ চলাচল বন্ধ রাখার নি‌র্দেশনা দি‌য়ে‌ছে কর্তৃপক্ষ।

বিআইড‌ব্লিউ‌টিএ দৌলতদিয়া ঘা‌ট ট্রা‌ফিক ই‌ন্সে‌পেক্টর আফতাব হো‌সেন জানান, পরবর্তী নি‌র্দেশ না আসা পর্যন্ত আগামীকাল থে‌কে দৌলতদিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে লঞ্চ চলাচল বন্ধ থাক‌বে।

‌বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বা‌ণিজ্য) ফি‌রোজ শেখ জানান, এখন পর্যন্ত লকডাউ‌নে ফেরি চলাচল বন্ধের কোন নি‌র্দেশনা পান‌নি। ফ‌লে স্বাভা‌বিক থাক‌ছে ফে‌রি চলাচল।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর