বাইডেনের সঙ্গে বৈঠক না করার ঘোষণা ইব্রাহিম রায়িসির

ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিয়ে যুক্তরাষ্ট্রকে যত দ্রুত সম্ভব পরমাণু চুক্তি পুনর্বহালের আহ্বান জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি।

সোমবার (২১ জুন) প্রেসিডেন্ট হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

রায়িসি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে মুখ থুবড়ে পড়েছে ইরানের অর্থনীতি। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কোন বৈঠক করবেন না বলে জানান ইব্রাহিম রায়িসি।

এছাড়া ইরানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক নীতি নিয়ে কোন সমঝোতা চলবে না বলে হুঁশিয়ারি দেন
তিনি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর