উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে কুকুর, নেই কর্মরত কেউ!

ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের একটি বেডে ৩টি কুকুর বসে থাকার একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিটি নিয়ে এলাকায় চলছে তোলপাড়। প্রশ্ন উঠেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ববোধ নিয়েও।

জানা যায়, রবিউল আলম সুমন নামে এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে শনিবার (১৯ জুন) ছবিটি আপলোড করা হয়। এতে দেখা যায়, ৩টি কুকুর বেশ আয়েশ করে বেসে আছে হাসপাতালের জরুরি সেবার জন্য রাখা বেডে। পেছনে রয়েছে চিকিৎসকদের বসার জন্য ৩টি চেয়ার। সেখানে বসে রোগী দেখেন তারা।

তবে এটাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা দাবি করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবায়েত বিন করিম বলেন, হাসপাতালের জরুরি বিভাগ ২৪ ঘণ্টা খোলা রাখতে হয়। তাই কোনো ব্যক্তি না থাকলেও এটি বন্ধ রাখা যায় না। ছবিটি গভীর রাতের যেকোনো সময় ধারণ করা হয়েছে। এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।

তিনি বলেন, ৫০ শয্যার হাসপাতাল চালাতে হচ্ছে ৩০ শয্যার জনবল দিয়ে। এখানে কোনো নৈশপ্রহরী না থাকায় এ ধরণের ঘটনা ঘটেছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর