শহীদ বুদ্ধিজীবী ধীরেন্দ্র চন্দ্র সরকারের স্মরণ সভা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ধীরেন্দ্র চন্দ্র সরকারের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রয়াণ দিবস উপলক্ষে সোমবার দুপুরে নিজের প্রতিষ্ঠিত বিদ্যালয়ে স্মরণসভা করেন শিক্ষকরা।

মুক্তিযোদ্ধাদের সহায়তা করার অপরাধে ১৯৭১ সালের ২১ জুন নিজ বাড়িতে পাকিস্তানিরা ৫৭ বছর বয়সে নির্মম ভাবে হত্যা করে ধীরেন্দ্র চন্দ্র সরকারকে। তিনি ছিলেন বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক।

গ্রামের শিশুদের শিক্ষার আলো ছড়াতে ১৯৩৮ সালে তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে ৫০ শতক জমি দান করে প্রতিষ্ঠা করেন।

তাঁর প্রয়াণ দিবস উপলক্ষে সোমবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে স্মৃতিচারণ করেন শহীদ বুদ্ধিজীবী ধীরেন্দ্র চন্দ্র সরকারের ছেলে উজ্জ্বল কুমার সরকার ও পুত্রবধূ মায়া রানী সরকার।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল কাদির, তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ অলি আহাদ (রনক), প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান প্রমুখ।

আরিফুল হক/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর