সুনামগঞ্জে সীমানা অতিক্রম করে বালু উত্তোলন, দুটি নৌকাকে জরমিানা

সুনামগঞ্জের তাহরিপুরের যাদুকাটা নদীর বালু মহালে সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২১ জুন) দুপুরে যাদুকাটা নদীর লাউড়েরগর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরচিালনা করনে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. রায়হান কবরি।

এ সময় যাদুকাটা নদীর বালু মহালের নির্ধারিত সীমানা অতক্রিম করে বালু উত্তোলন করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে(২০১০) দুটি নৌকাকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরমিানা করা হয়।

সম্প্রতি সুনাগঞ্জরে অতরিক্তি জলো প্রশাসক (রাজস্ব) মো. জসমি উদ্দনি ও তাহরিপুর উপজলো নর্বিাহী র্কমর্কতা মো. রায়হান কবির

সরেজমিনে গিয়ে যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনের সীমানা নির্ধারন করে তা ইজারাদারদের বুঝিয়ে দেয়া হয়।

তাহরিপুর উপজলো নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বলনে,জেলা প্রশাসনের পক্ষ থেকে যাদুকাটা নদীতে বালু উত্তোলনের নিদিষ্ট সীমানা নির্ধারণ করে দেয়া আছে। কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে। জেলা প্রশাসকের নির্দেশনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এইচ এম আবরি/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর