তিস্তায় বাড়ছে পানি, ৬৩ চরে আতঙ্ক

লালমনিরহাটে কয়েকদিনের টানা বর্ষন ও উজানের ঢলে তিস্তা নদীতে পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে ৬৩টি চরের মানুষ। এরই মধ্যে তিস্তার চরের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করছে।

সোমবার(২১ জুন) বেলা ১২টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৪২ সেন্টিমিটার, যা বিপদসীমার ১৮ সেন্টিমিটার নিচে। এ পয়েন্টের স্বাভাবিক পানিপ্রবাহ ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার।

তিস্তা পাড়ের বাসিন্দারা জানান, গত ৩ সপ্তাহে উজানের ঢল ও টানা বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে শুকিয়ে যাওয়া তিস্তা আবারো ফুঁসে উঠতে শুরু করেছে। নদীর যেসব স্থানে হেঁটে চলাচল করা যেত, সেখানে এখন নৌকা চলছে।

সরেজমিনে দেখা যায়, পানি প্রবাহ বেড়ে যাওয়ায় তিস্তার তীরবর্তী ৫টি উপজেলার প্রায় ২৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডিমারী, সিন্দুর্না, পাটিকাপাড়া, সিংগিমারী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, কাকিনা, আদিতমারী উপজেলার মহিষখোচা, পলাশী, সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা, ইউনিয়নের প্রায় পাঁচ হাজার বাড়িঘর।

হঠাৎ তিস্তা নদীর পানি বৃদ্ধি দেখে স্থানীয়রা বড় ধরনের বন্যার আশঙ্কা করলেও তাদের স্বস্তির বার্তা দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। তাদের দাবি- তিস্তায় বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা নেই। বৃষ্টির কারণে পানি প্রবাহ বৃদ্ধি পেয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া শাখা জানিয়েছে- এরই মধ্যে ব্যারাজের ৪৪টি গেট খুলে দেয়া হয়েছে। উজানে পানি প্রবাহ কমতে শুরু করেছে। এ কারণে ডালিয়া পয়েন্টেও শিগগিরই পানি প্রবাহ কমে যাবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর