প্রথমবারের মতো অলিম্পিকে যাচ্ছেন তৃতীয়লিঙ্গের লরেল

নিউজিল্যান্ডের লরেল হুবার্ড প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে অলিম্পিকে অংশগ্রহণ করতে যাচ্ছেন। তিনি একজন ভারোত্তোলক। হুবার্ড মেয়েদের ৮৭ কেজি সুপার হেভিওয়েট বিভাগে প্রতিদ্বন্দিতা করবেন। তার বয়স এখন ৪৩ বছর। তিনিই হবেন টোকিও অলিম্পিকের সব চেয়ে বেশি বয়সী প্রতিদ্বন্দ্বী।

এরই মধ্যে অলিম্পিকে যাওয়ার জন্য ছাড়পত্র পেয়েছেন হুবার্ড। তিনি জানিয়েছেন, নিউজিল্যান্ডের এত মানুষ তাকে সমর্থন করেছেন দেখে তিনি কৃতজ্ঞ ও আপ্লুত।

এই অ্যাথলিট জানান, তিন বছর আগে কমনওয়েলথ গেমসে যখন তার হাত ভেঙেছিল, তখন অনেকেই বলেছিলেন, তার কেরিয়ার শেষ হয়ে গেল। কিন্তু মানুষের সমর্থনে তিনি আবার ফিরে আসতে পেরেছেন।

রূপান্তরকামী অ্যাথলিটদের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কিছু শর্ত আছে। হুবার্ড সেই সব শর্ত পূরণ করছেন। তিনি ২০১৩ সালে ৩৫ বছর বয়সে লিঙ্গ পরিবর্তন করেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর