ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে আবারো রকেট হামলা

মার্কিন অধিকৃত ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ইরাকে মোতায়েনকৃত মার্কিন সেনাদের বিরুদ্ধে দেশটির প্রতিরোধকামী সংগঠনগুলোর ধারাবাহিক হামালার অংশ হিসেবে এ রকেট হামলা চালানো হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা বাহিনীর সদস্য এ তথ্য জানিয়েছেন। এ হামালায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।

তবে এ হামলার কথা এখন পর্যন্ত কেউ স্বকিার করেনি এবং এ হামলার কারণে ঘাঁটির বিশেষ কনো ক্ষতির কথাও জানা যায়নি।

ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে ৩০ লাখ ডলার পুরস্কার দেয়া হবে বলে ওয়াশিংটন ১০ দিন আগে ঘোষণা দিয়েছে। এরপর নতুন করে আইন আল আসাদ ঘাঁটিতে এই হামলা হলো।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর