রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার চিন্তা করছে তার দেশ। রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে জেল দেয়ার প্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

রোববার (২০ জুন) মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে জেক সুলিভান এ কথা জানান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুইজারল্যান্ডের জেনেভা শহরে বৈঠক করার কয়েক দিনের মাথায় এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ওয়াশিংটন।

গত ১৬ জুন জেনেভা শহরে বাইডেন ও পুতিনের মধ্যে বৈঠকের পরে রাশিয়ার রাষ্ট্রদূত নতুন করে আমেরিকায় ফিরে যান। আমেরিকা ও রাশিয়ার মধ্যে সম্পর্কের অবনতি ঘটার পরে গত মার্চে রুশ রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেয়া হয়েছিলো।

পরে রুশ রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার পর ধারণা করা হয়েছিরো দুই দেশের সম্পর্ক আবারো পুনরুজ্জীবিত। কিন্তু রাশিয়ার বিরুদ্ধে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা পরিকল্পনার কথা প্রকাশ হওয়ার পর সেই ধারণা উড়ে গেল।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর