জম্মু-কাশ্মীর নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডেকেছেন মোদী

জম্মু-কাশ্মীর নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বৃহস্পতিবার এই বৈঠক হওয়ার কথা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বৈঠক থেকে বিশেষ ঘোষণা আসতে পারে। জম্মু-কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরে পেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

২০১৯ সালের ৫ই অগাস্ট জম্মু-কাশ্মীরের ওপর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করে একে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয় এবং লাদাখকে আলাদা করে দেয়া হয়। এতে কাশ্মীর উপত্যকায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমনে আটক করা হয় স্থানীয় রাজনৈতিক নেতাদের। ভারতের স্বাধীনতার পর থেকেই সংবিধানের ৩৭০ ধারা অনুযায়ী বিশেষ মর্যাদা লাভ করে আসছিল জম্মু-কাশ্মীর।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর