জয়পুরহাটে ব্যবসায়ীর বাড়ি থেকে ভিজিডির ৬১ বস্তা চাল উদ্ধার

জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় ভিজিডি কর্মসূচির ৬১বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাউল থাকে সেই হিসেবে এক হাজার ৮৩০ কেজি চাউল উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ জুন) বিকেলে উপজেলার বড়াইল হিন্দা এলাকার বাসিন্দা ও চাল ব্যবসায়ী আব্দুল কাদেরের (৫৫) বাড়ী থেকে এসব চাল উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল জানান, আব্দুল কাদেরের বাড়িতে সরকারি ভিজিডি কর্মসূচির চাল মজুদ আছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার বাড়ি থেকে ৬১ বস্তা চাল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ান জানান, চালগুলো উদ্ধারের সময় ব্যবসায়ী আব্দুল কাদেরকে পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

রিফাত আমিন রিয়ন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর