চট্টগ্রামে দেশের সবচেয়ে বড় রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে দেশের সবচেয়ে বড় রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করা হয়েছে। রবিবার (২০ জুন) দুপুরে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

এ সময় প্রতিমন্ত্রী জানান, ৪০ ভাগ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে পাওয়ার জন্য কাজ শুরু করেছে সরকার। এজন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তাও দেয়া হচ্ছে। জ্বালানিখাতে এই কার্যক্রম চালু করা গেলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমার পাশাপাশি, কারখানাগুলোরও সাশ্রয় হবে।

দেশের সবচেয়ে বড় রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে ১৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। পর্যায়ক্রমে যা ৪০ মেগাওয়াটে বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জং কিউ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর