তাহিরপুরে পর্যটকবাহী নৌযানকে জরিমানা

করোনাভাইরাস সংক্রমণ রোধে বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন স্পটগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী দুটি নৌযানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদন্ড প্রদান করা হয়।

রোববার(২০ জুন) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবিরের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে পর্যটন কেন্দ্রসমূহ সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ধারাবাহিকতায় তাহিরপুরেও পর্যটকদের ভ্রমণ না করতে নৌযানসমূহকে পর্যটক বহন না করার জন্য ইতোপূর্বে নির্দেশনা দেয়া হয়েছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, স্বাস্থ্যবিধি রক্ষার্থে পর্যটন স্পটসহ উপজেলাজুড়ে এ ধরনের অভিযানের পরিধি আরো বাড়ানো হবে।

এইচ এম আবির/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর