ইলিশ আহরণ নিষিদ্ধ, জেলেদের মাঝে গরু বিতরণ

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ আহরণকারী জেলেদের ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভোলার চরফ্যাসন উপজেলায় জেলেদের মাঝে গরু ও গো খাদ্য বিতরণ করা হয়েছে।

রবিবার (২০ জুন) চরফ্যাসন সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে ১৫ জন জেলের মাছে গরুগুলো বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিছুর রহমান তালুকদার, উপপরিচালক, মৎস্য অধিদপ্তর, বরিশাল বিভাগ।

আরও উপস্থিত ছিলেন মোঃ আজহারুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা, ভোলা, জয়নাল আবেদিন আখন, উপজেলা চেয়ারম্যান, এস এম মোরশেদ, মেয়র চরফ্যাসন পৌরসভা, মোঃ মাহবুবুর রহমান, উপ প্রকল্প পরিচালক ও মোঃ সুলতান মাহমুদ, সহকারী প্রকল্প পরিচালক, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার, মারুফ হোসেন মিনার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুফলভোগী মৎস্যজীবী।

আরিফ হোসেন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর