গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৮২ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৪১

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৮২ জনের মৃত্যু হয়েছে, যা গেল ৫২ দিন পর সর্বোচ্চ। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৪৮ জনে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে আরও ৩ হাজার ৬৪১ জন। এ নিয়ে দেশের মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জনে।

রোববার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় ২ হাজার ৫০৯ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৮২ হাজার ৬৫৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১.৯০ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৯ শতাংশ বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে ৫৫ জন পুরুষ এবং ২৭ জন নারী। এছাড়া এ পর্যন্ত মৃত্যু হওয়া ১৩ হাজার ৫৪৮ জনের মধ্যে ৯ হাজার ৭১২ জন পুরুষ এবং ৩ হাজার ৮৩৬ জন নারী।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনা ভাইরাস সংক্রমণ দেখা দেয়। এরপর তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর