১ম শ্রেণির ছাত্রীকে উত্যক্ত : যুবকের কারাদণ্ড

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাদ্রাসা পড়ুয়া প্রথম শ্রেণির এক শিশু ছাত্রীকে উত্তক্তের অভিযোগে মনু মিয়া নামে ২৬ বছরের এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার বোয়ালমারী পৌর এলাকার আধাঁরকোঠা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

বোয়ালমারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিলা বিনতে মতিন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

বোয়ালমারী পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর শফিউল আলম টুলু অভিযোগ করেন, মাদ্রাসায় যাতায়াতের পথে মনু বিশ্বাস তার প্রথম শ্রেণি পড়ুয়া ভাতিজিকে উত্তক্ত করতো। মনু বিশ্বাসের একটি খাবারের হোটেল রয়েছে। অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার সকালে তাকে তার খাবারের হোটেল থেকেই আটক করে দণ্ডবিধির ১৮৬০ সালের ৫০৯ ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

তবে মনু বিশ্বাসের পিতা মো. আবদীন বিশ্বাস অভিযোগ করেন, দোকান ভাড়ার দেনা-পাওনা নিয়ে কাউন্সিলরের ভাই পান্নু বিশ্বাসের সাথে গত ২১ জুন আমার ছেলের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে আক্রোশের বশে ষড়যন্ত্র করে আমার ছেলেকে মিথ্যা ইভটিজিং এর অভিযোগে ফাঁসানো হয়েছে।

এ বিষয়ে কাউন্সিলর শফিউল আলম টুলু বলেন, আমার ভাইয়ের সাথে মনু বিশ্বাসের হাতাহাতির কোন ঘটনা ঘটেনি।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিলা বিনতে মতিন বলেন, সাক্ষী প্রমাণের ভিত্তিতেই মনু বিশ্বাসকে তিন মাসের সাজা দেয়া হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর