ইতালিতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

বাংলাদেশি নাগরিক প্রবেশে ইতালির চলমান নিষেধাজ্ঞার মেয়াদ আবারও এক দফায় বাড়ানো হয়েছে। আগামী ৩০ জুলাই পর্যন্ত এবারের দফায় বাড়ানো হয়েছে এই নিষেধাজ্ঞা।

মহামারি করোনার প্রকোপে ২০২০ সালের এপ্রিল থেকে বাংলাদেশ , ভারত ও শ্রীলংকার নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ইতালির সরকার। এই নিষেধাজ্ঞা দফায় দফায় বাড়ানো হয়। যা এখন আবারও বাড়ানো হয়েছে।

সর্বশেষ ২১ জুন ইতালিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ১৯ জুন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আবারও এক দফায় বাড়িয়েছে এই নিষেধাজ্ঞার মেয়াদ।

উল্লেখ্য, ইউরোপের মধ্যে প্রথম দেশ হিসেবে করোনায় কাবু হয়েছিল ইতালি। এই ভাইরাসের কারণে দেশটির অর্থনৈতিক অবস্থা এক প্রকার ভেঙেই পড়েছিল।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর