স্বর্ণের দাম ভরিতে কমলো দেড় হাজার টাকা

১ মাসের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে কমলো দেড় হাজার টাকা। দাম কমায় প্রতি ভরি স্বর্ণের দাম হবে ৭১ হাজার ৯৬৭ টাকা। আর এই নতুন দর কার্যকর হচ্ছে আজ থেকে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর এমন সিদ্ধান্ত জানায়। আজ থেকে নতুন দর কার্যকর হওয়ায় ২২ ক্যারেটের এক ভরি অলংকার কিনতে লাগবে ৭১ হাজার ৯৬৭ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেট ৬৮ হাজার ৮১৮ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের অলংকারের ভরি বিক্রি হবে ৪৯ হাজার ৭৪৭ টাকায়। তবে, স্বর্ণের দাম কমলেও রুপার দাম অদল-বদল করেনি জুয়েলারি সমিতি।

সবশেষ চলতি বছরের ২৩শে মে স্বর্ণের দাম ভরিতে বেড়েছিল ২ হাজার ৪১ টাকা। গত বছরের ৬ই আগস্ট দেশে ভরি প্রতি দাম ৭৭ হাজার ২১৬ টাকা হয়েছিল। সেটিই ছিলো দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর