বিশ্বকাপে ইংল্যান্ডকে দেখলে কি হয় ফিঞ্চের?

ক্রিকেটের ঘর-বাড়ি খ্যাত লর্ডসে চলছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের লড়াই। ক্রিকেটের দুই পরাশক্তির এই ম্যাচ ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে দর্শকদের মধ্যে।কারণ এই দুই দলের লড়াই মানে অনেকটা ভারত-পাকিস্তানের লড়াইয়ের মতো।আর বিশ্বকাপে ইংল্যান্ড মানে অ্যারন ফিঞ্চের ব্যাটিং তাণ্ডব।

আজ মাঠে নেমে ইংলিশষ বোলারদের চোখ রাঙানি দিয়ে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি।যা তার চলতি বিশ্বকাপে দ্বিতীয় শতক।এর আগে ২০১৫ বিশ্বকাপেও ইংল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠেছিলেন ফিঞ্চ।

গত বিশ্বকাপে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ১২৮ বলে ১৩৫ রানের ইনিংস খেলেন অস্ট্রেলিয়ান ওপেনার ফিঞ্চ। ওই ম্যাচে ফিঞ্চের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৪২ রানের পাহাড় গড়ে ১১১ রানের জয় পায় অস্ট্রেলিয়া।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের কেনিংটন ওভালে মিলিন্ডা শ্রীবর্ধনেকে ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে ৯৭ বলে শতরানের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ফিঞ্চ।

বিশ্বকাপে ফিঞ্চের সেঞ্চুরি মানে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত। আজও সেঞ্চুরির দেখা পেলেন ফিঞ্চ।এখন দেখার জয় পায় কিনা ফিঞ্চের অস্ট্রেলিয়া। আর যেদি তাই হয় তাহলে বাংলাদেশের শেষ চারে যাওয়ার পথটা মসৃণ হবে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর