গলাচিপা লঞ্চঘাট বন্দর উপযোগী করে তোলা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, গলাচিপা লঞ্চঘাটে টার্মিনাল নির্মাণ করে সেটিকে নদীবন্দরের উপযোগী করে তোলা হবে।

শুক্রবার (১৮ জুন) পটুয়াখালী জেলার গলাচিপা, পানপট্টি, বদনাতলী, আউলিয়াপুর ও হাজিরহাট (দশমিনা) লঞ্চঘাট পরিদর্শনকালে একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলের নদীবন্দর ও লঞ্চঘাটগুলোর উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। বিভিন্ন লঞ্চঘাটে পন্টুন গ্যাংওয়ে স্থাপন করা হয়েছে। বর্ষা মৌসুমে এ অঞ্চলে ঝুঁকি নিয়ে মানুষ নদী পার হয়। ঝুঁকিপূর্ণ এলাকায় সি-ট্রাক চালুর বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

তিনি বলেন, নদী ভাঙনের ফলে অনেক লঞ্চঘাটে পন্টুন ও গ্যাংওয়ে সরে গেছে। সেগুলো মেরামত করা হবে।

সংসদ সদস্য এস এম শাহজাদা, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মোঃ দেলোয়ার হোসেন, প্রধান প্রকৌশলী (ড্রেজিং) মোঃ আব্দুল মতিন এবং প্রধান প্রকৌশলী (পুর) মাঈদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর