যুব সমাজকে রক্ষায় খেলাধুলার কোন বিকল্প নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ভার্চুয়াল জগতের মোহ থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শুক্রবার (১৮ জুন) কেরানীগঞ্জ উপজেলার আগানগর আমবাগিচা খেলার মাঠে শেখ রাসেল টি-টোয়েন্টি ক্রিকেট ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

খেলায় বাবর আলী স্মৃতি সংসদকে ৭ রানে পরাজিত করে ইস্পাহানী নদীধারা সমাজ কল্যাণ সমিতি।

গত ৩ মাস যাবত ৪২টি টীম নিয়ে টুর্নামেন্টের খেলা শুরু হয়। ফাইনাল খেলায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের অর্থ সম্পাদক জাকির আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের যুুগ্ম আহ্বায়ক ম. ই মামুন, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহখুশী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মীর আরশাদ হোসেন টিটু প্রমুখ।

রানা আহমেদ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর