ইইউকে ৫ কোটি টিকা দিতে অ্যাস্ট্রাজেনেকাকে নির্দেশ

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলিকে পাঁচ কোটি করোনার টিকা সরবরাহ করতে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকাকে নির্দেশ দিয়েছে বেলজিয়ামের একটি আদালত। অন্যাথায় গুণতে হবে বিশাল অংকের জরিমানা।

২৭শে সেপ্টেম্বরের মধ্যে এই টিকা দিতে নির্দেশ দিয়েছে দেশটির আদালত। নির্দেশ অনুযায়ী তিন ধাপে এই টিকা সরবরাহ করতে হবে। যদি প্রতিষ্ঠানটি টিকা সরবরাহ করতে ব্যর্থ হয় তবে প্রতি ডোজের জন্য ১০ ইউরো করে জরিমানা গুণতে হবে যুক্তরাজ্য ভিত্তিক ওষুধ প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকাকে।

ইউরোপীয় ইউনিয়নের সাথে অ্যাস্ট্রাজেনেকার চুক্তি অনুযায়ী ১২ কোটি ডোজ দেয়ার কথা থাকলেও দিয়েছে তিন কোটি। আদালতের এই নির্দেশ থেকে দুই পক্ষই নিজেদের জয়ী ভাবছে। অ্যাস্ট্রাজেনেকা বলছে পাঁচ কোটি ডোজ টিকা সরবরাহ তাদের জন্য কোনও ব্যাপারই নয়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর