সিনিয়র সাংবাদিক মহিউদ্দীন আহমেদ আর নেই

সাতক্ষীরার কালিগঞ্জের সিনিয়র সাংবাদিক আলহাজ্জ্ব মহিউদ্দীন আহমেদ মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (১৮ জুন) আসরের নামাজের পর জানাজা শেষে থানা মসজিদ প্রাঙ্গনে পিতার কবরের পাশে তার দাফন সম্পন্ন হয়।

সাংবাদিক মহিউদ্দীন আহমেদ কালিগঞ্জ থানা মসজিদ কমিটির সেক্রেটারী হিসেবে ২২ বছর দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

জানাজায় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এদিকে সিনিয়র সাংবাদিক আলহাজ্জ্ব মহিউদ্দীন আহমেদ এর মৃত্যুতে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ গভীর শোক জ্ঞাপন করেছেন।

তার রূহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, দপ্তর সম্পাদক এম ডি আরাফাত আলী, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক বাবলা আহম্মেদ, কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার গাইন, সদস্য আফজাল হোসেন, জামাল হোসেন, জিএম বারী, সাংবাদিক সুমন মাহবুব, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, হাবিবুল্লাহ বাহার, শিমুল হোসেন প্রমুখ।

এছাড়াও সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য-সচিব বিশিষ্ট আইনজীবী জাফরুল্যাহ ইব্রাহিম, ব্যবসায়ী সঞ্জয় কুমার ঘোষ, জাগরণী চক্র ফাউন্ডেশনের কালিগঞ্জ শাখা ব্যবস্থাপক তাইফুর রহমানসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ শোক জ্ঞাপন করেছেন এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।

শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর