নাইজেরিয়ায় স্কুল থেকে প্রায় ৮০ শিক্ষার্থীকে অপহরণ

নাইজেরিয়ার কেবি রাজ্যের একটি স্কুল থেকে প্রায় ৮০ জন শিক্ষার্থী এর্ব পাঁচ জন শিক্ষককে অপহরণ করেছে এক দল বন্দুকধারী।

অপহৃতদের অধিকাংশ নারী শিক্ষার্থী। এসময় দুর্বৃত্তদের গুলিতে একজন পুলিশ সদস্য নিহত হয়েছে বলে জানা যায়। স্থানীয় বাসিন্দা ও স্কুলটির শিক্ষকরা এই তথ্য নিশ্চিত করেছেন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে তিন সপ্তাহের মধ্যে এটি তৃতীয় গণ অপহরণের ঘটনা। স্থানীয়রা জানান, গেট ভেঙে সশস্ত্র হামলাকারীরা স্কুলটিতে প্রবেশ করে।

রাজ্যটির পুলিশের মুখপাত্র জানান, গোলাগুলি চলার সময় এক শিক্ষার্থী আহত হয়েছেন। কর্তৃপক্ষ বলছে, সশস্ত্র ডাকাতরা মুক্তিপণের জন্য এমন হামলা চালাচ্ছে। অপহরণের শিকার শিক্ষার্থী ও শিক্ষকদের খোঁজে টহল চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। দেশটিতে গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ৮শ’ শিক্ষার্থীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। তাদের মধ্যে বেশ কয়েকজনকে ছেড়ে দিলেও এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর