চকরিয়ায় ১৪টি ভূয়া পাসপোর্ট ও এনআইডি কার্ডসহ যুবক আটক

কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে বেশ কিছু ভূঁয়া পাসপোর্ট ও এনআইডিসহ অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে এক যুবক কে আটক করেছে র‍্যাব-১৫।

বৃহস্পতিবার (১৭জুন) দুপুর আড়াই টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকা হতে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক সাহারবিল ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়ার মৃত নুরুল কবিরের ছেলে ওসমান গণি (৩০) বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭টি ভিন্ন নামের ভূঁয়া পাসপোর্ট, ৭টি এনআইডি কার্ড ও ১টি জন্ম সনদ এবং জালিয়াতির কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সীলমোহরসহ তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিনধরে রোহিঙ্গা ও স্থানীয়দের কাছে এসব সরবরাহ করত বলে স্বীকার করেছে।

এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে জব্দকৃত মালামালসহ ধৃতকে চকরিয়া থানায় সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

খাঁন মাহমুদ আইউব/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর