স্পেনের সমুদ্র উপকূলে নৌকা ডুবির ঘটনায় আজ আবার উদ্ধার কাজ শুরু

স্পেনের লেঞ্জারোটের সমুদ্র উপকূলে অভিবাসীদের বহনকারী নৌকা ডুবির ঘটনায় আজ আবার উদ্ধার কাজ শুরু করেছে দেশটির কোস্টগার্ড।

দেশটির জরুরি বিভাগ জানায়, বৃহস্পতিবার বিকেলে অন্তত ৪৬ জন আফ্রিকান অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে যায়। এসময় ২ নারীর মৃতদেহ সহ ৪০ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে গর্ভবতী এক নারী সহ বেশকয়েকজন শিশুও রয়েছে। নিখোঁজ ৬ অভিবাসীর সন্ধানে আজ আবার অভিযান শুরু করেছে উদ্ধারকারী বাহিনী।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর