ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার উড়ন্ত সূচনা

দুই দলই সেমিফাইনালের যাওয়ার অন্যতম দাবিদার। অন্যদিকে ক্রিকেটের কুলীনতম দলও তারা। চলতি বিশ্বকাপে ফেবারিট তকমা গায়ে লেপেছে দু’দলই। দু’দলের কাছেই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ হলেও ইংল্যান্ডের উপর চাপ থাকবে বেশি। পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিতভাবে হেরে বসায় ইংল্যান্ডের সেমিফাইনালে যাওয়া অনিশ্চত হয়ে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তান যেভাবে পিছন থেকে পাচ বাড়াচ্ছে, তাতে আরও একটা ভুল মানেই মরগানদের ঘাড়ে লিগ পর্ব থেকেই ছিটকে যাওয়ার আশঙ্কা চেপে বসবে। অন্যদিকে সম্মুখসমরের আগে অস্ট্রেলিয়া ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।সুতরাং অস্ট্রেলিয়া আজ জিতলেই নিশ্চিত হয়ে যাবে শেষ চারে যাওয়ার টিকিট।এমন ম্যাচে ব্যাট করতে নেমে দারুণ শুরু করছে অস্ট্রেলিয়া।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ১০ ওভার শেষে ৪৪ রান। ফিঞ্চ ২০ এবং ওয়ার্নার ২২ রান নিয়ে ব্যাটিং করছেন।

এদিন প্রথমে লর্ডসে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ দলনেতা ইয়ন মরগান।ফলে ডাকে সাড়া দিয়ে ডেভিড ওয়ার্নারকে সঙ্গে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ।দলনেতা যে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তার যৌক্তিক জবাব দিতে পারেননি বোলাররা।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর