সুস্থ্য সবল সিংড়া, গড়ে তুলবো আমরা- পলক

“সুস্থ্য সবল সিংড়া, গড়ে তুলবো আমরা” এই স্লোগানকে সামনে রেখে অল্প কিছুদিনের মধ্যেই নাটোরের সিংড়া উপজেলায় চালু হচ্ছে আধুনিক জিমনেসিয়াম বা ব্যায়ামাগার।

স্থানীয় সংসদ সদস্য আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির সার্বিক সহোযোগিতায় স্থাপিত হচ্ছে এই ব্যায়ামাগার।

ইতিমধ্যেই ব্যায়ামাগার সকল যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুন তরুনী সবাই আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি‘র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার ভেরিফাইড ফেসবুক পেইজে আধুনিক জিমনেসিয়াম কে নিয়ে একটি পোস্ট করেছেন।সেখানে প্রতিমন্ত্রী বলেন,আমার প্রাণের সিংড়ায় প্রিয় মানুষদের জন্য প্রস্তুত হচ্ছে ব্যায়ামাগার। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই ব্যায়ামাগারটি সকলের জন্য উন্মুক্ত করে দিতে পারবো।

সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন জানান, এ মাসে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি উদ্বোধন করার কথা রয়েছে।

এখানে উন্নতমানের প্রশিক্ষক থাকবে। দুই শিফটে ভর্তির ও জিমনেসিয়াম এর সুযোগ রয়েছে। মেয়েদের জন্যও আলাদা শিফট থাকবে।

রবিন খান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর