সুনামগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ, দেড়কোটি টাকার ক্ষয়ক্ষতি

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁওয়ে টাইলা গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রায় দেড়কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) রাত ১০ টার সময় টাইলা পূর্বহাটির মুক্তিযোদ্ধা মৃত মরম আলীর ছেলে বকুল মিয়ার ঘরে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণের আগুনের সূত্রপাত হয়।

এ ঘটনায় বেশ কয়েকটি বসত বাড়ি, ধানের ঘর গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে জেলার দিরাই উপজেলা ফায়ার সাভির্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছাঁন। গ্রামবাসী ও ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যদের প্রচেষ্ঠায় বিস্ফোরণের আগুন নিয়ন্ত্রনে আনে।

ক্ষতিগ্রস্ত মো. বকুল মিয়া জানান, গ্যাস সিলিন্ডার লিক হওয়ার কারণে তার ঘরে প্রথমে বিস্ফোরণের আগুন ছড়িয়ে পড়ে। কিছু সময়ের মধ্যেই পাশের ঘরের আরো কমপক্ষে দশটি পরিবারে আগুন ছড়িয়ে পড়ে নিমিষেই আগুলের লেলিহান শিখায় সবকিছু ধবংস হয়ে গেছে। তিনি সরকার ও প্রশাসনের নিকট দাবি জানান ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনের ব্যবস্থা করার জন্য।

এ ব্যাপারে ঘটনাস্থলে দিরাই ফায়ার সার্ভিসের লিডার মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদী পারাপারের কারণে পৌছতে কিছুটা বিলম্ব হলেও, এসে গ্রামবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। তবে ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকার কাছাকাছি হবে।

নোহান আরেফিন নেওয়াজ/বার্তা বাজার/তুহিন

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর