সুপার লিগ না খেলেই দেশ ছাড়লেন সাকিব

চলতি ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টোয়েন্টির সুপার লিগ না খেলেই যুক্তরাষ্ট্রে চলে গেলেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। বায়োবাবলের একঘেয়েমি কাটাতেই এমন সিদ্ধান্ত দেশসেরা এই অলরাউন্ডারের।

শুক্রবার (১৮ জুন) ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়েন সাকিব।

আইপিএল, শ্রীলঙ্কা সিরিজ ও ডিপিএল সব মিলিয়ে প্রায় আড়াই মাস বায়োবাবল ও কোয়ারেন্টাইনের মধ্যে আছেন সাকিব। তাই এবার ছুটি নিয়ে পরিবারের কাছে গেলেন তিনি।

মোহামেডানের সঙ্গে লিগ পর্ব পর্যন্তই চুক্তি ছিল সাকিবের। চুক্তির মেয়াদ আর না বাড়িয়ে স্ত্রী-সন্তানদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এতে ডিপিএলের সুপার লিগে খেলা হবে না তার।

চলতি মাসের শেষের দিকে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। যুক্তরাষ্ট্র থেকে জিম্বাবুয়েতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন তিনি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর