কেরাণীগঞ্জে হেলে পড়েছে ৪ তলা ভবন

রাজধানী ঢাকার কেরাণীগঞ্জে একটি চারতলা বাড়ি হেলে পড়েছে। বৃহস্প্রতিবার (১৭ জুন) সকালে কেরাণীগঞ্জ মডেল থানাধীন খোলামুড়া মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

জানা গেছে, হেলে পড়া ভবনটিতে ভাড়াটিয়াসহ পাঁচটি পরিবার বসবাস করেন। ভবনের মালিক মো. মোক্তার হোসেন ১০ বছর আগে বাড়িটি নির্মাণ করেন। প্রথমে তিনতলা পরে বছর খানেক আগে একতালা নির্মাণ করা হয়। আজ বৃহস্প্রতিবার সকালে স্থানীয়রা ভবনটির হেলে পড়তে দেখে জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করেন।

কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ছালাম জানান, খবর পেয়ে আমারা ঘটনাস্থলে আসি এবং ভবনে বসবাস করা সকলে নিরাপদে সরে যেতে সাহায্য করি।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মো. কামরুল হাসান সোহেল জানান, ভবনটিতে বসবাসকারী সকলকে নিরাপদে সরিয়ে নেওয়ার পাশাপাশি ভবনটিকে সিলগাল করা হয়েছে।

রানা আহমেদ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর