আখাউড়া রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন রেলপথ সচিব

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন ঝটিকা সফর করেন রেলপথ সচিব মোহাম্মদ সেলিম রেজা। এই সময় তিনি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন পরিদর্শন করেন। বৃহস্পতিবার (১৭ জুন) সকাল সারে ১১ টার সময় মহানগর প্রভাতি ট্রেন যুগে এসে তিনি পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আখাউড়া- লাকসাম ডুয়েলগেজ রেললাইনের প্রকল্পের কাজ আগামী ২০২৩ সাল নাগাত শেষ হবে বলে আমরা আশাবাদী। কাজ শেষ হলে যাত্রীদের পাশাপাশি পণ্য পরিবহনেও গতি আসবে। ভারতে লকডাউন চলায় সেখান থেকে স্লিপার আসতে দেরি হচ্ছে। এতে কাজ কিছুটা বিলম্বে হচ্ছে। দ্রুত কাজ শেষ করার জন্য রেলপথ মন্ত্রণালয় কাজ করছে।’

করোনাকালে ট্রেনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না কেন?- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘এমন কোনো ঘটনা আমাদের নজরে আসেনি। এমনটি হয়ে থাকলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘আজকে আমি মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাকালে প্রতিটি কম্পার্টমেন্টে যাত্রীদের সঙ্গে কথা বলেছি। কিন্তু কেউ তাদের যাত্রা নিয়ে কোনো অভিযোগ করেননি।’

পরে তিনি ট্রেন যুগে লাকসাম ও কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা হয়ে যান।

হাসান মাহমুদ পারভেজ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর