সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ২ লাখ

সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮ জনকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মঈন উদ্দিন জানান, এনায়েতপুর বেড়িবাঁধ এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল এমন গোপন তথ্যের ভিত্তিতে দুপুরের দিকে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত ৮ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ ধারায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এম এ মালেক/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর