মেক্সিকোতে পাচারের সময় ২২ বাংলাদেশি উদ্ধার

মেক্সিকো-ভেরাক্রুজ সড়কপথ দিয়ে পাচারকালে ২২ বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। পুয়েবলা শহরের অদূরে পালমার ডি ব্রাভোর কাছে তাদেরকে পাওয়া যায়।

স্টেট পুলিশ অ্যান্ড পার্সোনাল অব দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব মাইগ্রেশন (আইএনএম) এক বিবৃতিতে জানায়, উদ্ধার হওয়া এই ২২ জনের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। তবে তাদের সম্পূর্ণ পরিচয় জানা যায়নি। উদ্ধারকৃত সবাইকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।

সুত্র জানায়, তাদের সবাইকে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। উন্নত দেশে অভিবাসন দেওয়ার প্রলোভনে মোটা অংকের টাকার বিনিময়ে তাদেরকে নিয়ে যাচ্ছিল পাচারকারীরা।

এর আগে, গত সপ্তাহে লিবিয়ান কোস্ট গার্ড ইউরোপে প্রবেশের চেষ্টায়রত ১৬৪ বাংলাদেশিসহ মোট ৪৩৯ জনকে ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। তারা রাবারের ডিঙ্গি নৌকায় চড়ে সাগর পাড়ি দিচ্ছিল।

এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, ২০২০ সালে সাড়ে ৪ হাজারেরও অধিক বাংলাদেশি বিভিন্ন উপায়ে ইউরোপে প্রবেশ করেছে। এসময় অনেকে মারাও গেছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর