প্রতিহিংসা বাদ দিয়ে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা ও মুক্তি দিন: ফখরুল

রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে বেরাইদ মাদানী এভিনিউ বালু নদীর ঘাট সংলগ্ন-এলাকায় বিএনপির বৃক্ষরোপন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকারকে আহ্বান জানাবো রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে এই মহান নেত্রীর সুচিকিৎসা করার সুযোগ দেয়া হোক এবং তাকে মুক্তি দেয়া হোক। তাকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে দীর্ঘ চার বছর কারাগারে আটক রাখার কারণে করোনা থেকে মুক্ত হলেও অনেকগুলো রোগে আক্রান্ত হয়েছেন। তার হার্ট, কিডনি, লিভারে সমস্যা তৈরি হয়েছে সাথে ডায়াবেটিসও আছে। সব মিলিয়ে তিনি অনেক অসুস্থ আছেন। তার পরিবার সরকারের কাছে বিদেশে চিকিৎসার আবেদন করলেও এই সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর